জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ সব কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। একই সাথে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণও মিলেছে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে তথ্য প্রদানে বিভিন্ন সংস্থার বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ করেছে প্রসিকিউটরা।
সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার গুরুত্বপূর্ণ সব কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা জানায় প্রসিকিউশন টিম।
গণমাধ্যমে ব্রিফিংয়ে প্রসিকিউটর মো: তানভীর জ্বোহা জানিয়েছেন, গুম-খুনের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের সকল আলামত গায়েব করতে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিলো।
জুলাই-আগস্টে গণহত্যা চলাকালীন সময়ে শেখ হাসিনাসহ জরিত অন্যান্যদের পাওয়া কল রেকর্ডের সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর বি এম মো: সুলতান মাহমুদ গণমাধ্যমকে জানান, অনলাইন প্ল্যাটফর্ম এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যায় শেখ হাসিনাসহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।