ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককের সাংগ্রি-লা হোটেলে বিমসটেক সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আলোচনা হয়েছে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়, যার মধ্যে ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন, বাংলাদেশে শেখ হাসিনার ফেরার বিষয়ে ভারতীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন ড. ইউনূস।
তিনি আরও জানান, গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং দুই দেশের মধ্যে বিদ্যমান পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। তিস্তার পানি বণ্টন নিয়ে অমীমাংসিত ইস্যু সমাধানেও আলোচনা করা হয়।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট (বিমসটেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন ড. ইউনূস ও নরেন্দ্র মোদি। গত ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত চলমান এই সম্মেলন বিভিন্ন আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়ে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।