শেখ হাসিনা যে গর্ত আমাদের জন্য খুঁড়েছিল, সেই গর্তে নিজেই ডুবে মরছে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব। সোমবার (২৮ অক্টোবর) বিকালে ফরিদপুর জেলা শহরের জনতা ব্যাংকের মোড়ে জামাতের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে যে লগি-বৈঠা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশের সাধারণ মানুষ হত্যা করেছে তার শেষ হয়েছে গত ৫ আগস্ট। সেই আন্দোলন তাদেরকে দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে, সারা বিশ্বে শেখ হাসিনা আওয়ামী লীগের মান মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংরাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, তিনি সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করেছে। মানবাধিকার অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি হতেই হবে।
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আল্লাহর কি রহমত দেখেন হাসিনার আমাদের জন্য যে গর্ত খুঁড়েছিল, তারা জামায়াত ইসলামকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করতে চেয়েছিল, কিন্তু তারাই এখন সেই গর্তে ডুবে মরছে। তারা দেশে যে আইন ব্যবস্থা করে গেছে, সেই আইনের মারপ্যাচে তারা ফেঁসে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে জামায়াতের ফরিদপুর সদর উপজেলার আমির মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামাতের আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদে ও তার ছেলে আলী আহমাদ মাবরুর প্রমুখ।