বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তবর্তী এলাকা বাঙালি নদী থেকে মো. শাজাহান (৫৪) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ মে) বিকেল ৩টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাজাহান নবীনগর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, “দুপুরের দিকে নদীতে একটি লাশ ভাসতে দেখি। পরে নিহতের পরিবারকে জানাই এবং পুলিশে খবর দিই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।”
নিহতের ভাই মজনু বলেন, “রোববার সকাল ৯টার দিকে একটি মিলে ড্রাইভারের কাজে যাওয়ার কথা বলে ভাই বাসা থেকে বের হয়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিল না। সোমবার বিকেলে খবর পাই, নদীতে একটা লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে দেখি সেটা আমার ভাই।”
তিনি আরও বলেন, “আমার ধারণা, রাতে কাজ শেষে বাড়িতে ফেরার সময় নৌকা না পেয়ে হয়তো নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে।”
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সার্কেল সজিব শাহরিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শাজাহানের মৃত্যু হয়েছে। আইনগত পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।