বগুড়ার শেরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় উপজেলার গাড়িদহ ইউনিয়নের মনিপুর কলোনির একটি মাদ্রাসার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি পাওয়া যায়। উদ্ধার করা যানবাহন ও ব্যাটারির মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহিপুর কলোনির মো. সোহান (২৫), মো. শাহরিয়ার (১৮), রাশেদুল ইসলাম (১৬) ও তুহিন বাবু (১৬)।
এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, “গত ১৯ জানুয়ারি উপজেলার গজারিয়া গ্রামের সুইস গেটের কাছে অটোরিকশাচালক জিল্লুর রহমান (৪৮) তার গাড়িটি রেখে পাশে গেলে সেটি চুরি হয়ে যায়। মামলার পর তদন্ত চালিয়ে শনিবার সকালে চুরি যাওয়া যানটি উদ্ধার করা হয়”।
তিনি আরও জানান গ্রেপ্তারকৃত তুহিন বাবু পুলিশের জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে। পরে অভিযান চালিয়ে চারজনকেই নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।