বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের চন্ডিজান গ্রামে করতোয়া নদীর পাশে শ্মশানঘাটের নিচের জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। পরনে ছিল একটি চেক লুঙ্গি। থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, লাশের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিন ধরে শ্মশান এলাকা থেকে গন্ধ পাওয়া যাচ্ছিল। আজ দুপুরে স্থানীয় মাজেদা খাতুন নামে এক নারী ছাগল চরাতে এসে লাশটি দেখতে পান এবং স্থানীয়দের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মুখমণ্ডল আগুনে ঝলসে দেয়া হয়েছে এবং পরে লাশটি এখানে ফেলে রাখা হয়েছে। শরীর পচে যাওয়ায় বিকৃত লাশটি শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য বগুড়া ও সিরাজগঞ্জের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিআইডি টিম আসার পর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।