বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ভেকু চালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ১১টায় উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হাতেনাতে আটক হন গাড়িদহ ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে বিপ্লব প্রামাণিক।
জানা গেছে, শহরের গোশাইপাড়া এলাকার করতোয়া নদীর বৃন্দাবনপাড়া অংশ থেকে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল।
অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা পালিয়ে গেলেও বিপ্লব প্রামাণিককে আটক করা হয়। পরবর্তীতে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন এবং মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিনের তিনটি ব্যাটারি বাজেয়াপ্ত করে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, “করতোয়া নদী শেরপুরবাসীর প্রাণ। অবৈধ দখল ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সরকার ঘোষিত নদী দখলমুক্ত কার্যক্রমের অংশ হিসেবে আমাদের অভিযান চলমান থাকবে।”