বগুড়ার শেরপুরে বৃত্তি প্রাপ্ত ৩৪২ শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেছে শেরপুর উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম’র সভাপতিত্বে ১২ জুলাই শনিবার পল্লী উন্নয়ন একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা কিন্ডারগার্ডেন এ্যাসোসিয়েশন’র সাধারন সম্পাদক মিজানুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখের মোঃ আশিক খান, উপজেলা নির্বাহী অফিসার,শেরপুর,বগুড়া। বিশেষ অতিথির বক্তব্য দেন ড. মনিরুল ইসলাম, উপ-পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া।
মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার,শেরপুর,বগুড়া। মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শেরপুর,বগুড়া।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এরপর শিক্ষার্থীদের মাঝে প্রায় চল্লিশ (৪০) মিনিট ব্যাপি শিক্ষামূলক প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সংগঠনের আওতাধীন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ,গান নিয়েদিনব্যাপি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলে উপভোগ করেন ।
এরমাঝে শিক্ষার্থীদেরকে সার্টিফিকেট ও সন্মাননা ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিগন