অবিলম্বে পল্লী রেশনিং চালু করা সহ ৫ দফা দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংরাদেশ ক্ষেতমজুর সমিতি। রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে স্থানীয় বাস স্ট্যান্ডে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শেরপুর উপজেলা শাখার সভাপতি কৃষক নেতা আব্দুস সামাদ।
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক এড. আনোয়ার হোসেন, সদস্য লিয়াকত আলী, বাংলাদেশ আদিবাসি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, কৃষক সমিতির বগুড়া জেলার সভাপতি সন্তষ কুমার পাল, সিপিবির শেরপুর উপজেলার সভাপতি হরিশংকর সাহা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সব ধরনর বৈষম্য দূর করারই ছিলো এই অভ্যুত্থানের আকাঙ্খা। কিন্তু সেই আশায় গুড়েবালি। অন্তর্র্বতীকালীন সরকার এখন পর্যন্ত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে পারেনি। উপরন্তু বিভিন্ন পণ্যের উপর নতুন করে কর আরোপ করে নিম্ন আয়ের মানুষের জীবন অতিষ্ট করে তুলেছে।
তারা বলেন, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য পল্লী রেশনিং চালু করা, ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প চালু করা, হাট-বাজারে ইজারা হার সহনীয় পর্যায়ে রাখা, খাস জমি উদ্ধার করে ভূমিহীনদের বরাদ্দ দেওয়া ও সারা বছর কাজের নিশ্চয়তা প্রদানের দাবিতে তাদের এই আন্দোলন। অবিলম্বে এই সব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।