গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বরোচিত হামলার প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে শেরপুর শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন ব্যানারে হাজারো মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।

ফিলিস্তিনের শিশু ও সাধারণ মানুষের উপর ইসরায়েলি নিষ্ঠুরতার বিরুদ্ধে ফুঁসে ওঠে সাধারণ জনতা, শিক্ষার্থী, ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলসমূহ। ‘ফিলিস্তাইন নেভার ওয়াক এলোন’, ‘বয়কট ইসরায়েল’, ‘সেভ ফিলিস্তাইন চাইল্ড’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা শেরপুর শহরের প্রধান সড়কে স্লোগান দিতে দিতে মিছিল করে।


এই প্রতিবাদে অংশ নেয় জামায়াতে ইসলাম শেরপুর উপজেলা শাখা, হেফাজতে ইসলাম শেরপুর, চরমোনাই অনুসারী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, জেনারেল স্টুডেন্ট পিপলস বাংলাদেশ, সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী ও শেরপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা।


শহরের ধুনটমোড় ও করতোয়া স্ট্যান্ডে পৃথক সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনি শিশু ও নারীদের হত্যা করছে, যা মানবাধিকার লঙ্ঘনের জঘন্যতম উদাহরণ। এই বর্বরতা আর চুপ করে দেখা যায় না। এখন সময় মুসলিম বিশ্বকে এক হয়ে দাঁড়াবার।”


তারা আরও বলেন, “ইসলামী দুনিয়ার রাষ্ট্রগুলোর উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা এবং আন্তর্জাতিক মহলের কাছে এই হামলা বন্ধে জোর দাবি তোলা।”
বিক্ষোভ শেষে দোয়ার মাধ্যমে ফিলিস্তিনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং নির্যাতিতদের জন্য সহানুভ’তি প্রকাশ করা হয়।