এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর গোল্ডেন এ প্লাস না পাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছেন আরডিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া আকতার (১৭)।
হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (১০ জুলাই) বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের আরডিএ মাদ্রাসা পাড়া গ্রামের। নিহত সুমাইয়া আকতার ওই এলাকার আব্দুল বারীর মেয়ে।
জানা যায়, ফলাফল ঘোষণার পর বিকেল ৪টার দিকে আবেগতাড়িত হয়ে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে বিকেল ৫টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, সুমাইয়ার সহপাঠীদের অনেকেই গোল্ডেন এ প্লাস অর্জন করলেও সে তা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এবং অভিমানে এমন চরম সিদ্ধান্ত নেয়।
শেরপুর থানার এসআই আনোয়ার হোসেন বলেন, “আত্মহত্যার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, মেয়েটি ফলাফলের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”