বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) গভীর রাতে উপজেলার সুঘাট ইউনিয়নের ওমরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. শরিফুল ইসলাম (৩৬) বাংলাদেশ ছাত্রলীগের সুঘাট ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এ ঘটনায় আহত রিফাত সরকার ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সাথে সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।