বগুড়া শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় জুয়েল রানা (৩৫) নামের একজন কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি গ্রামের সাকিম উদ্দিন মন্ডলের ছেলে ও সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন হয়েছেন আরো ৪ জন। আহতরা হলেন, মনিরুল ইসলাম (৫০), শাহ আলম (৫৫), দিলারা বেগম (৫০), এনামুল হক (৪০)। বৃহস্পতিবার দুপুরে আইগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, জুয়েল রানা বুধবার প্রয়োজনীয় কেনাকাটার জন্য শেরপুরে আসেন। কেনাকাটা শেষে সিএনজি যোগে রাত সারে ৯টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় সিএনজি শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শাফলজানি এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুতগতিতে যাওয়া প্রাইভেটকার সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চালকসহ সকল যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জুয়েল রানাকে কর্মব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। অন্যান্য আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে। প্রাইভেটকারটি চালক ও মালিক শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।