বগুড়ার শেরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে একদল বিক্ষুব্ধ ছাত্র। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে সারাদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভ শেরপুরেও ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে ২০ থেকে ৩০ জন বিক্ষুব্ধ ছাত্র একত্রিত হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ফেলেন।
বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ ছাত্রদের পক্ষ থেকে আহাদুল ইসলাম দুর্জয় জানান, “আমরা আওয়ামী লীগকে মানি না, তাদের দোসরদের মানি না। তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থাকা এই ম্যুরাল ভেঙে দিয়েছি। এর বাইরে আমরা অন্য কিছু ভাংচুর করিনি।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফেরদৌস বলেন, “ম্যুরালটি আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতীক হয়ে উঠেছিল। এ কারণেই আমরা এটি ভেঙে দিয়েছি।”