বগুড়ার শেরপুরের খ্যাতিমান ব্যবসায়ী, এস বিকাশ এন্টারপ্রাইজ ও এসবি প্লাজার প্রতিষ্ঠাতা এস বিকাশ মোহন্তের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ (৭ মে)।
২০১৩ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আজ শেরপুর বাসস্ট্যান্ডের এসবি প্লাজায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী ও স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
পরিবারের সদস্যরা জানান, “তিনি শুধু একজন সফল ব্যবসায়ী ছিলেন না, ছিলেন সমাজসেবায়ও অগ্রগামী। তাঁর স্মৃতি আজও আমাদের পথ দেখায়।”
প্রসঙ্গত, এস বিকাশ মোহন্ত শেরপুর উপজেলায় আধুনিক ব্যবসা ও বিপণিবিতান ব্যবস্থাপনায় পথিকৃৎ ছিলেন। তাঁর উদ্যোগে গড়ে ওঠা এসবি প্লাজা আজও শেরপুরের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।