বগুড়ার শেরপুর থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা ৩৯৮ বস্তা আটা ও ট্রাকসহ দুই আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের মাধ্যমে চাঞ্চল্যকর এ মামলার মূল রহস্য উন্মোচন করা হয়েছে।
এ ঘটনায় গত ২৬ মার্চ উপজেলার গড়েরবাড়ী এলাকার ট্রাক মালিক মো. কাওছার আহম্মেদ থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, তার ট্রাকের চালক মো. বেলাল হোসেন ও সহকারী মো. মোস্তফা ৩৯৮ বস্তা আটা বোঝাই করে নন্দীগ্রামের কোয়ালিটি ফিড মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকটি গন্তব্যে না গিয়ে চালক ও সহকারী যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যায়।
তদন্তে বেরিয়ে আসে, তারা প্রতারণার মাধ্যমে আটা ও ট্রাক আত্মসাৎ করেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় আত্মসাৎকৃত ট্রাক ও ৩৯৮ বস্তা আটা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আরও চক্রের সন্ধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয় এবং সফল অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।”