বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় পৌর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার নিজ বাসভবন তাকে গ্রেপ্তার করা হয়। গত ২৮ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১২১ নম্বর এজাহার ভুক্ত আসামি তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।