বগুড়ার শেরপুরে রাজনৈতিক সহিংসতার মামলায় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাথাইল চাপড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল হামিদ (৬০) শেরপুর পৌর শহরের পল্লীবাস হাসপাতাল রোড এলাকার বাসিন্দ মৃত আলহাজ্ব জনাব আলী শেখের ছেলে। তিনি শেরপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। মিছিল চলাকালে সহিংসতা, ভাঙচুর এবং হামলার ঘটনা ঘটে। ওই সময় বিএনপির কার্যালয়ের আসবাবপত্র, গ্লাস ও ব্যানার ভাঙচুর করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “তদন্তে আব্দুল হামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”