বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ (১৭) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মো: গোলাম হোসেনের ছেলে। শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে কুসুম্বি ইউনিয়নের কেল্লাপোশিতে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন শাকিল আহম্মেদ। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাকিল আহম্মেদ। একপর্যায়ে কেল্লাপোষী বাজারে পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাকিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।