বগুড়ার শেরপুরে যাত্রীবেশে অটো ভাড়া নিয়ে চালককে মারধর করে অটোরিকশা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী মো. জুয়েল (১৮) পেশায় একজন অটোচালক। তিনি উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোশী গ্রামের মো. আলকেসের ছেলে।
জানা যায়, গত ৯ মার্চ সকাল ১০টার দিকে ধুনট উপজেলার হুকুম আলী গ্রামে যাওয়ার কথা বলে তিনজন অজ্ঞাত ব্যক্তি তার অটো রিজার্ভ নেয়। সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর রাত ৮টার দিকে তারা জুয়েলকে ছাতিয়ানী সন্যাসীতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নেয় এবং অটোরিকশা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জুয়েলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তার পরিবারের সদস্যদের খবর দেয়। এরপর তার বাবা মো. আলকেস শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “অটো ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ভুক্তভোগী এখনও অসুস্থ, সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”