চার বছরের ফুটফুটে মেয়ে মাইশা বিকেলে খেলা করছিল নিজের বাড়ির সামনের রাস্তার পাশে। হয়তো হঠাৎই এগিয়ে গিয়েছিল একটু সামনে, যেখানেই থমকে গেল তার জীবনের সব কল্পনা, সব দৌড়, সব হাসি।
বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকায় বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঘটে এই নির্মম ঘটনা।
লাল রঙের একটি মোটরসাইকেল, অপ্রতিরোধ্য গতিতে ছুটে আসে টুনিপাড়া থেকে। মুহূর্তেই সজোরে ধাক্কা দেয় শিশু মাইশাকে।
মাইশা ছিটকে পড়ে যায়, কিন্তু দুর্ঘটনার পরও থামে না মোটরসাইকেল, উঠে যায় ছোট্ট শরীরটার ওপর দিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক শুভ (২৮) এই এলাকায় বেপরোয়া মোটরসাইকেল চালনার জন্য আগে থেকেই পরিচিত।
ঘটনার পর তিনি পালিয়ে যায়, রেখে যায় নিথর এক শিশু, এক শোকস্তব্ধ পাড়া, আর কান্নায় ভেঙে পড়া এক পরিবার।
স্থানীয়রা দেরি না করে মাইশাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু চিকিৎসক জানান, এর মধ্যেই নিভে গেছে তার জীবনপ্রদীপ।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেল চালককে শনাক্ত করেছি এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটির মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।