বগুড়ার শেরপুরে সেনাবাহিনী ও শেরপুর থানা পুলিশের যৌথ অভিযানে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) রাত সারে ১২ টার দিকে শেরপুর পৌরসভার দাড়কিপাড়া রোডের টাউন কলোনি এলাকায় অভিযান চালিয়ে মো. বাচ্চু মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাচ্চু শেরপুর থানার কোর্টপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে একটি ১০ ইঞ্চি লম্বা বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
শেরপুর থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা (মামলা নং-২০, জি.আর নং-৬৯) দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “অপরাধ দমনে আমাদের নিয়মিত অভিযান চলবে। এই গ্রেফতার তারই অংশ।”