কুমিলার মুরাদনগরে গণধর্ষণ, খিলক্ষেত মন্দির ভাঙচুর, চাঁদাবাজি, ভূমি দখল, খুন, হত্যা, মিথ্যা মামলার প্রতিবাদে ও সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থার দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বেলা সোয়া ১১ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা ও পৌর শাখা কমিটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ডের পদচারী সেতুর নিচে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শেরপুর পৌর শহর এবং শহরতলীর বিভিন্ন গ্রাম এলাকার সনাতন ধর্মের মানুষজন এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বিভিন্ন বক্তারা বক্তব্যে বলেন, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণ ও নির্যাতন করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া ঘটনার এই লজ্জা বাংলাদেশের। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে একের পর এক নির্যাতনের ঘটনায় বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করা হচ্ছে। এসব নির্যাতন বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে আয়োজিত মানববন্ধন থেকে।
এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৌদীপ্ত কুমার দাস ও বিশেষ অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক কুমার কুন্ডু। এতে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্ত্তী সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের শেরপুর উপজেলা কমিটির সভাপতি বিদ্যুৎ সরকার।
আয়োজিত এই কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন সংগঠনের বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক নিখিল সরকার, এস নারায়ন মোহন্ত,সুমিত নারায়ন কুন্ডু টুটুল, লিটন সরকার, বিধান ঘোষ, প্রতাব সরকার প্রমুখ