শেরপুরে বায়ুদূষণ রোধে অবৈধ ১১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ৫টি ইটভাটা ভেঙ্গে বন্ধ করে দেয়া হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে আইন না মেনে ইটভাটা চলানো ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দিনব্যাপী শেরপুর সদর উপজেলার ৩টি ও নকলা উপজেলার ৮টি ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারি সচিব আব্দুল্লাহ আল মামুন। এসময় ১০টি ভাটায় ৬ লাখ করে ও ১টি ভাটায় ৫লাখ টাকাসহ মোট নগদ ৬৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক নূর কুতুবে আলম সিদ্দিকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।