বগুড়া শেরপুরে অভিনব কায়দায় পাচারকালে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১২ জানুয়ারী) রাত্রি পৌনে ১২টার দিকে পৌর শহরের রামচন্দ্রপুর এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের একজন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মৃত আব্দুল হাকিমের ছেলে মক্কা আলী (৫৫) এবং একই এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে জিয়ারুল হক (৩৫)।
শেরপুর থানার এস আই রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম থেকে লালমনিরহাট হয়ে চট্টগ্রামগামী নাবিলা পরিবহন (রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব- ১২-১৩৭১) থেকে তল্লাশি করে এই মাদকদ্রব্য জব্দ করা হয় এবং দুইজনের কাছ থেকে ৮০ বোতল ও ৫০ বোতল মোট ১৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
শেরপুরে ১৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২ বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ১৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃত দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।