বগুড়ার শেরপুরে ৯ বছর বয়সী এক শিশু মেয়ের উপর যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ১৪ বছর বয়সী এক কিশোরসহ ৪ জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার (২৮ মার্চ) রাতে শিশুটির বাবা শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় শিশু ও নারী নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারা যুক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় সাকিবুল ইসলাম (১৪) নামের কিশোর তাকে মোবাইলে গেম খেলার প্রলোভন দেখিয়ে একটি নির্জন গলিতে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে যৌন নিপীড়নের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে শিশুটির পরিবার ও অভিযুক্ত কিশোরের পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তের পরিবারের সদস্যরা শিশুটির বাড়িতে ভাঙচুরের চেষ্টা চালায়। স্থানীয়রা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এ বিষয়ে শেরপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, “মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা দ্রুততম সময়ে আসামিদের আইনের আওতায় আনবো।”