রাজধানীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে অভিযানকালে স্থানীয় শ্রমিকদের তোপের মুখে অভিযান বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১ টার দিকে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করে পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ পলিথিন ব্যাগ কারখানায় অভিযান পরিচালনাকালে ওই কারখানা থেকে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল পাওয়া যায়। পরে তা জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়।
ওই সময় কারখানার মালিক ও শ্রমিকপক্ষের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করেন। এসময় বিকল্প ব্যবস্থা না করে পলিথিন কারখানা সিলগালা করায় আপত্তি জানায় শ্রমিকরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে শ্রমিকদের তোপের মুখে অভিযানের নেতৃত্ব দেওয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম রুবিনা ফেরদৌসীর নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে যৌথ বাহিনী।