সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের সচিবালয়মুখী পদযাত্রায় লাঠিচার্জ, কাদনো গ্যাস নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
![](https://onnetion.com/storage/2025/02/সচিবালয়মুখী-পদযাত্রায়-প্রাথমিকে-নিয়োগ-প্রত্যাশীদের-ওপর-পুলিশের-লাঠিচার্জ-জলকামান-1-1024x686.jpg)
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর শিক্ষা ভবনের সামনে গেলে শিক্ষকদের পদযাত্রাটি ঠেকিয়ে দেয় পুলিশ।
এর আগে, বেলা ১১টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সেখানে তাদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়। বিকেল ৩টার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন।
সেখান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যান। পরে সেখান হাজারের বেশি মানুষ সচিবালয় অভিমুখে রওনা দেন। এ সময় শিক্ষা ভবনের সামনের সড়কে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর বিকেল ৪টার দিকে তাদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাদানো গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
গত কয়েকদিন ধরে নিয়োগ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা।