সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত কমিটির প্রাথমিক তদন্তের প্রতিবেদন সোমবার (২৯ ডিসেম্বর) জমা দেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ের সামনে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে। এখন পর্যন্ত সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনও কিছু জানতে পেরেছেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য ৩ দিনের সময় দেওয়া আছে আগামীকালকে কিছুটা জানতে পারব।
তিনি বলেন, ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে, সচিবালয়ের মতো জায়গায় এমন ভাবে আগুন। আমরা ভাবছি ঘটনাটি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। এটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত শেষ হলে আমরা বলতে পারব।