সচিবালয়ে ঢুকে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় মোট ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিলো পুলিশ। এদের মধ্যে ২৮ জনকে শিক্ষার্থীকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
উপ-পুলিশ কমিশনার জানান, বিক্ষোভকারী ৫৪ শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফলফল পুনরায় প্রকাশের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন শতাধিক শিক্ষার্থী।