সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে অজ্ঞাতনামা প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলাটি দায়ের করেন ডিএমপির সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক (এসআই) গোলাম মুক্তি মাহমুদ। এতে বলা হয়েছে, গত ২২ জুলাই মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের সামনে জড়ো হন।
প্রথমে তারা শিক্ষাভবন ও শিক্ষাবোর্ড ঘুরে সচিবালয়ের দিকে অগ্রসর হন। অভিযোগ অনুযায়ী, অবস্থান কর্মসূচি চলাকালে সচিবালয়ের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের ভিতরে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু তারা বেআইনি জনসমাবেশে রূপ নেয় এবং পুলিশের ব্যারিকেড ভেঙে মূল গেটে হঠাৎ হানা দেন।
মামলায় বলা হয়, আন্দোলনকারীরা সচিবালয়ের মূল ফটক ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায়। ইটপাটকেল ছুড়ে ও লাঠিসোঁটা নিয়ে হামলায় বেশ কয়েকজন পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্য আহত হন।
এছাড়া, বেশ কয়েকটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয় এবং ভয়ভীতি ছড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। মামলায় এসব কর্মকাণ্ডকে ‘হত্যাচেষ্টামূলক আক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।