কলকাতার সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছে, যে মাংসের টুকরো পাওয়া গেছে, তার ডিএনেএ টেস্ট করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে এটি এমপি আনারের মরদেহের অংশ কি না।
সঞ্জীভা গার্ডেনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মন্ডল বলেন, একটি কাঁচের জারে নুন মিশ্রিত পানিতে মাংসগুলি রাখা হয়েছে। মাংসের টুকরোগুলো অনেকটা পাকোড়া’র মতো। এই মাংসের অংশগুলি ঘাতক কসাই জিহাদ ওয়াশরুমের কমোটের মধ্যে ফেলে দিয়েছিল বলে আগেই নিশ্চিত হয়েছে ’সিআইডি’।