সড়কের পাশ থেকে রাসেল মো: মিঞা (৩২) নামে এক প্রতিবন্ধী যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১০টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের চেংঠি বাজার সংলগ্ন সড়কের পাশের কাঁচা রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল মিঞা চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের নগরডাঙ্গা পাড়া গ্রামের মো: হাফিজুল ইসলামের ছেলে। রাসেল জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চেংঠি বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় লোকজন রাসেল মিঞাকে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।
সড়কের পাশ থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইফতেখারুল মোকাদ্দেম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
তবে কী ধরনের যানবাহনের কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায় নি। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে।