সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) রাতে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আশুলিয়ার বাসিন্দা শারমীন শিলা মূলত ‘ক্রিম আপা’ নামেই পরিচিত। তিনি নিজের তৈরি প্রসাধনী পণ্যের প্রচারের জন্য নিয়মিত ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন। এসব ভিডিওতে প্রায়ই তার দেড় বছর বয়সী মেয়েকে দেখা যায়, যার মুখে ভয় ও অস্বস্তির স্পষ্ট ছাপ।
গত ৩০ মার্চ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি তার মেয়েকে জোর করে এক হাতে মুখ খোলা রেখে অন্য হাতে কেক জাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করছেন।
মামলার এজাহারে আরও বলা হয়, শিলা তার শিশু সন্তানদের ক্যামেরার সামনে এনে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কখনও কানের ভারী দুল পরানো, কখনও মুখে কুলকুচি করানো, আবার কখনও অপমানজনক ভাষা প্রয়োগ ও থাপ্পড় মারার দৃশ্য উঠে আসে ভিডিওতে। এসব কর্মকাণ্ড ‘মাতৃত্বসুলভ ভালোবাসা’র ছদ্মবেশে ভিডিও কনটেন্টে রূপ দিয়ে অনলাইনে ছড়িয়ে দেন তিনি।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, “শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
শারমীন শিলা মূলত অনলাইনে নিজের বিউটি পণ্য বিক্রির পাশাপাশি নানা ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে থাকেন। মাঝে মাঝে তার ১২ বছর বয়সী ছেলেকেও এসব ভিডিওতে যুক্ত করা হয়। ভিডিওতে দেখা যায়, শিশুরা ভয় পেয়ে কান্নাকাটি করলেও শিলা তা উপেক্ষা করে দৃশ্যগুলো প্রচার করেন। অনেকেই এই আচরণকে শিশুদের প্রতি নির্দয়তা ও অবমাননার সামিল বলে মনে করছেন।
সন্তানদের কনটেন্ট তৈরির জন্য ব্যবহার করা এবং তাদের ওপর শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা শুধু বেআইনি নয়, এটি শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এ ধরনের কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া।