আজ বৃহস্পতিবার (১৫ মে) দেশের ৯টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া। দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই ঝড়ের আশঙ্কা করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সতর্কতার অংশ হিসেবে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।