আজ সন্ধ্যার মধ্যে দেশের তিনটি জেলা রাজশাহী, কুষ্টিয়া এবং পাবনার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিকে, দেশের অভিজ্ঞ আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। ঝড়ের সাথে বজ্রবৃষ্টি কিংবা বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে, যা স্থানীয়দের জন্য সতর্কতা সংকেত হিসেবে বিবেচিত।
এছাড়া, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনা জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে এসব এলাকার অধিবাসীদের ঝড় ও বজ্রবৃষ্টির প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ অবস্থায়, সকলকে সতর্ক থাকার এবং আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আপডেট নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।