সরকারকে বগুড়ায় বিমানবন্দর চালুর প্রস্তাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান।
তিনি বলেন, বগুড়া এয়ারপোর্ট ( বিমানবন্দর) চালু করতে হলে প্রয়োজন সর্বনিম্ন ৬ হাজার ফুট রানওয়ে লাগবে। তবে সেই বন্দরে বর্তমানে ৪ হাজার ৭০০ ফুট রানওয়ে আছে। এটি চালু হলে দেশের অর্থনৈতিক পরিসর আরও সমৃদ্ধ হবে।
রবিবার (১২ জানুয়ারি) বগুড়ার বিমানবন্দর (এয়ারপোর্ট) এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এসব কথা বলেন।
বিমান বাহিনীর প্রধান বলেন, এই বন্দর নিয়ে বিগত সরকারকে একাধিকবার প্রস্তাব দিলেও তৎকালীন সরকার এই বিষয়ে কোনও গুরুত্ব দেয়নি। আমরা নতুন করে অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দিব। সরকারের পক্ষ থেকে বাজেট পেলে স্বল্প পরিসরেও এ বন্দর চালু করতে কমপক্ষে ১ বছর সময় লাগবে। এটি দেশের ৯বম বিমানবন্দর হিসেবে চালু উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।