অন্তর্বর্তীকালীন সরকার দেশের ১ কোটি ৮০ লাখ বেকারদের সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (০২ নভেম্বর) বিকালে বাংলা একাডেমিতে যুব মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের ১ কোটি ৮০ লাখ বেকারদের সহযোগিতা করবে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পার্ট টাইম ট্রাফিকের দায়িত্ব পালন করবেন দেশের সাধরণ শিক্ষার্থীরা। সরকারের সকল জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। প্রশিক্ষণ আধুনিকায়ন করে যুগোপযোগী করা হবে। এআই’র ওপর ট্রেনিং প্রজেক্টও চালু করা হবে বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।