জামালপুরের সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে একজন নারীসহ ৭ জন আহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। এরপর থেকেই এলাকাার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কামড়ে আহত সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সোমবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
আহতরা ব্যাক্তিরা হলেন, সেলিম রেজা (৪৫), মো: কাঞ্চন মিয়া (৩০), মো: পারভেজ মিয়া (২১), সাপে বারিক (৪৫), মো: শোভন মিয়া (১৪) মরিয়ম বেগম (৬০) ও মো: রশিদ খান (৬০)।
স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় বেশেকয়েকটি শিয়াল রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এর মধ্যে১টি শিয়াল হঠাৎ মানুষের ওপর চড়াও হয়ে পড়ে। এতে একজন নারীসহ ৭ জন আহত হয়। আহতদের মুখে ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে৷
সরিষাবাড়ীতে শিয়ালের কামড়ে নারীসহ ৭ জন আহত বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম জানান, গতকাল শিয়ালের কামড়ে আহত হয়ে ৭ জন রোগী হাসাপাতলে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।