বগুড়ার আলোচিত সহিংসতার মামলায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রোববার (২৫ মে) দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদি হাসান এই আদেশ দেন।
২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে বগুড়ায় সহিংস ঘটনার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় আমিনুলকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করে পুলিশ । মামলাটি মারপিট ও বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (২৩ মে) রাতে ঢাকার গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে আমিনুল ইসলাম ডাবলু (৪৫), মাসরাফি হিরো (৩৫) ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে (৩৫)।
গ্রেফতারকৃত, তিনজনেরই বাড়ি বগুড়ায়। ডাবলু বগুড়া জেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং মাসরাফি হিরো একই কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন।
উল্লেখ্যে, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থান চলাকালে বগুড়ায় ছাত্র হত্যা, বিস্ফোরণ, হামলাসহ বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।