বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় ব্যক্তিগত অর্থ লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. আরিফুজ্জামান হীরা (৫৩) শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আরিফুজ্জামান হীরা দৈনিক জবাবদিহি পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মো. উজ্জল হোসেন (৫০) এর কাছ থেকে পূর্বে কিছু টাকা ধার নেন। পরবর্তীতে ওই টাকা পরিশোধ করা হলেও উজ্জল আরও টাকা দাবি করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে উভয়ের মধ্যে বিরোধ চলছিল।
হীরা জানান, ৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে তিনি স্থানীয় মাথাইল চাপড় বাজারে গেলে অভিযুক্ত উজ্জল তার সঙ্গে দেখা করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে নিষেধ করায় উজ্জল হঠাৎ তার ওপর এলোপাতাড়ি কিল-ঘুষি চালান এবং চোখের নিচে ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।
তিনি আরও অভিযোগ করেন, পরবর্তীতে রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে উজ্জল ধারালো চাকু হাতে নিয়ে তার বাড়িতে এসে মেইন গেটে লাথি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকির মধ্যে তার পরিবারের সদস্যদের ‘তুলে নিয়ে ধর্ষণ’ করার হুমকিও দেওয়া হয়, যা নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বুলু মিয়া ও হাবিবুর রহমানসহ স্থানীয় আরও কয়েকজন এগিয়ে এলে উজ্জল পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযুক্ত উজ্জল হোসেন এ বিষয়ে বলেন, “আমি শুধু তার কাছে পাওনা টাকা চেয়েছি। কিন্তু সে উল্টো আমাকে হুমকি দিয়েছে। আমি গায়ে হাত তুলিনি, তবে কিছু কথাবার্তা হয়েছে।”
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”