সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

সাজেকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭০টির বেশি হোটেল-রিসোর্ট

বিশেষ সংবাদ

রাঙামাটির সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় হোটেল-মোটেল, রিসোর্ট ও বসতঘরসহ প্রায় ৯০টি স্থাপনা পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন কেন্দ্র ভ্যালিতে এই ঘটনা ঘটেছে।

সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় আজ সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সাকের সকল পর্যটকরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, সাজেক ভ্যালীকে প্রথমে একটি রিসোর্ট আগুনের সূত্রপাত হয়। এসময় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের হোটেল, রিসোর্ট, মোটেল, ও স্থানীয়দের বসত ঘরে। চোখের পলকেই আগুনের ভয়াবহতা অনেকটাই। এসময় সেখানে অবস্থানরত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবিসহ স্থানীয়রা।

পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে সময়ের সঙ্গে বাড়তে থাকে আগুনির ভয়াবহতা। ওই ময় সেনাবাহিনীর সহযোগীতায় হেলিকপ্টারযোগে পানি দেওয়া হয় আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায়।

রাঙামাটি সাজেক পর্যটন কেন্দ্রের সভাপতি সূপনা দেব বর্মন বলেন, প্রায় ৫০টির অধিক হোটেল, মোটেল ও রিসোর্ট পুড়েছে। রেস্টুরেন্ট পুড়েছে প্রায় ৩০টার মতো। এছাড়া হেডম্যানের ঘরসহ স্থানীয়দের বাড়ি ঘর পুড়েছে প্রায় ২০টি। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি।

ঘটনার পর পরই রাঙামাটির জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-সচিব মোবারক হোসেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ব্যাপক পরিমাণ ক্ষয় ক্ষতি হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা যায়নি। আগুনের সূত্রপাত সর্ম্পকে তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

লায়লা আক্তার ফারহাদের দায়ের করা ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। মঙ্গলবার (১৮ ফিব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন...

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে শাহবাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পোস্টে তিনি...

জনপ্রিয়

অপরাধ

চাঁদা না পেয়ে মিরপুর-১ নম্বরে মার্কেট ভাঙচুর, গ্রেফতার ১

চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই ঘটনায় মার্কেটের ব্যবস্থাপক তরিকুল বাদী হয়ে মিরপুর...

চাঁদা না পেয়ে মিরপুর-১ নম্বরে মার্কেট ভাঙচুর, গ্রেফতার ১

চাঁদা না পেয়ে রাজধানীর মিরপুর-১ নম্বরে স্বাধীন মার্কেটে গতকাল রাতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ওই ঘটনায়...

শেখ পরিবারের নামে থাকা মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪টি মহাসড়ক ও ৮টি সেতুর...

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলামকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে...