রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ২টি রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়াও অন্য আরেকটি রিসোর্টের রান্নাঘর পুড়ে গেছে। তবে এ দুর্ঘটনায় কোনো পর্যটক বা স্থানীয় লোকজন হতাহত হননি। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ দুর্ঘটনাটি ঘটে। এর আগেও ৩বার আগুনে পুড়ে কয়েকটি রিসোর্ট ক্ষতিগ্রস্ত হয়।
সাজেক ভ্যালি রিসোর্ট ও কটেজের মালিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের কংলাকপাড়ায় মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পরে পাশের মেঘছোঁয়া রিসোর্ট ও ফুরংমি রিসোর্ট সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া পতপত্যা রিসোর্টের রান্নাঘরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত রিসোর্টগুলোতে কোনো পর্যটক ছিলেন না। ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় লোকজন কয়েক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বারবার আগুন লাগার কারণে রিসোর্ট মালিক সমিতি দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।
রুইলুই রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, রিসোর্ট গুলোর কাছাকাছি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি দীর্ঘদিনের। কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে সম্প্রতি জমি নেওয়ার চেষ্টা চলছে বলে জানতে পেরেছি।