সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ শ্রমিক আহত হয়েছেন। শনিবার (১৮ মে) ভোর ৬টার দিকে উপজেলার সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা এলাকার মো: তালেব গাজীর ছেলে মো: সাইদুল ইসলাম (৩৮) ও একই উপজেলার মাদারবাড়ীয়া এলাকার মো: তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, আমরা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলাম। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ২০ থেকে ৩০ মণ ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলাম। পথে মধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌছাঁলে ট্রাকটি উল্টে যায়।
এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন শ্রমিক নিহত হন। এছাড়া অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে আল আমিন সরদাররের অবস্থা গুরতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনার বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।