সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: আফজাল হোসেন (২৬) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুলাই) দুপুরে নিজ বাড়িতে ঘরের ফ্যান চালাতে গিয়ে অসাবধানবশত বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আফজাল হোসেন পাটকেলঘাটা থানার বড়বিলা এলাকার শেখ আয়ুব আলীর ছেলে। তিনি বান্দরবান সদর ক্যান্টনমেন্টে সৈনিক পদে কর্মরত ছিলেন।
সাতক্ষীরার সুরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুল হাই বলেন, আফজাল হোসেন ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। আজ তার ছুটির শেষ দিন ছিল।
তিনি আরও জানান দুপুর ১টার দিকে তিনি নিজের ঘরে ফ্যান চালাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেনাসদস্যের মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।