সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
রবিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, সাবেক সাংসদ চয়ন ইসলামকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে পরর্বর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।