শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

কুমিল্লায়

সাবেক এমপি বাহার, মেয়র সূচনাসহ ৪৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বিশেষ সংবাদ

কুমিল্লায় ছাত্র-জনতার গণআন্দোলন চলকালে কোটবাড়ির নন্দনপুরে মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়।

রবিবার (১৮ আগস্ট) দিবাগত রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এই হত্যা মামলা করেন দিশাবন্দ এলাকার বাসিন্দা আবদুল হান্নান। নিহত মাসুম মিয়া কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাহিন মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার (ওসি) আলমগীর হোসেন ভূইয়া।

মামলার উল্লেখযোগ্য আসামির হলেন, কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ. ক. ম. বাহাউদ্দিন বাহার, তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, কুসিক কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আহম্মেদ নিয়াজ পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ-সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সাইফুল আলম রনি, কুসিক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, শাসনগাছার আবু হেনা, অশোকতলার শাহ আলম খান, সাক্কু, ধর্মপুরের শহীদুল ইসলাম চপল,

শিমপুরের মনিরুজ্জামান মনির পাঁচথুবির তালপুকুর পাড় এলাকার সুজন দত্ত, বাগিচাগাঁওয়ের বাসিন্দা কাউসার জামান কায়েস, কালিয়াজুড়ির মুরাদ মিয়া,কাউন্সিলর আনোয়ার হোসেন, কাউন্সিলর আজাদ হোসেন, কাউন্সিলর ইকরামুল হক, কাউন্সিলর আবুল হাসান, সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ, রেসকোর্সের আবদুল কাইয়ূম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুল হক শিহানু, ছাত্রলীগ নেতা সালেহ আহম্মেদ রাসেল, মধ্যম আশ্রাফপুরের নাজমুল ইসলাম শাওন, ব্রাহ্মণপাড়ার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফ শ্রীভল্লবপুরের আবদুল মালেক ভূঞা, শিমপুরের নিতান্ত, মো: খাইরুল হাসান, মো: হানিফ দুলাল, ঢুলিপাড়ার রাশেদুজ্জামান রাশেদ, শাসনগাছার জালাল, দক্ষিণ বিজয়পুরের মো: জাফর আহাম্মদ শিপন, মোস্তফাপুরের মুন্সীবাড়ির মো: হাসান, মনোহরপুরের মোখলেছুর রহমান, বাগিচাগাওয়ের বাপ্পি, কাউন্সিলর গাজী গোলাম সরওয়ার শিপন, ফখরুল ইসলাম রুবেল,

মহানগর ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সোহেল, নেউরা এলাকার সদর দক্ষিণের শ্রীমন্তপুর এলাকার দুলাল হোসেন অপু, জাকির হোসেন, কালা মোস্তফা, পাথুরিয়াপাড়ার প্রিতুল, শাকতলা মীর পুকুর পাড়ের রবিন, অশোকতলার সাইফুল ইসলাম খোকন, শ্রীভল্লভপুরের মো: মেহেদী ও চেয়ারম্যান হাসান রাফি রাজু দৌলতপুরের ছায়া বিতানের জালাল (পিচ্চি জালাল), দক্ষিণ চর্থার কাউসার আহমেদ খন্দকার আকাশ, মুন্সেফবাড়ির ফরহাদ উল্লাহ, দিশাবন্দের গোলাম মোস্তফা, দুলাল মিয়া, জিয়াউর রহমান, লক্ষীনগরের কবির হোসেন, লক্ষীনগরের জালাল, সুজানগর চৌমুহনীর জালাল ও হানিফ। এ মামলায় অজ্ঞাত আরও ৪শ’ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ভূইয়া বলেন, রবিবার রাতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীন বাহার সূচিনাসহ ৬২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪’শ জনকে আসামি করে মামলা করা হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ...

গান বাংলা টিভি চ্যানেলের চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের গান বাংলা টেলিভিশনের...

জনপ্রিয়

অপরাধ

সুযোগ হলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবো: আইনজীবী পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চান আইনজীবী জেড আই খান পান্না। এ বিষয়ে তিনি বলেন, যদি সুযোগ হয় আমি শেখ...

সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেফতার

ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

রাজধানীর বিভিন্ন সড়ক আটকে অটোরিকশা চালকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা...