ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন।
এর আগে, বুধবারর (২০ নভেম্বর) রাতে নিজ এলাকায় যাওয়ার পথে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ি এলাকায় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। এতে শাহজাহান ওমর ও তার গাড়িচালক আহত হয়েছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়ায় বিএনপির অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হবে।
প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রানৈতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দান করেন শাহজাহান ওমর। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।