ঢাকার আইডিয়াল কলেজের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি মো: সেলিমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে, রবিবার (০১ সেপ্টেম্বর) মধ্যরাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেফতার করা হয়।
জানা যায়, আজ দুপুর ৩টার দিকে কড়া পুলিশ পাহারায় সাবেক এমপি হাজি সেলিমকে আদালতের হাজতখানায় আনা হয়। এরপর মাথায় পুলিশের হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালতে তোলা হয়।
এ সময় আদালত চত্বরে উপস্থিত আইনজীবী ও বিএনপি-সমর্থক হাজি সেলিমের শাস্তি দাবিতে স্লোগান দেন। আদালতের কাঠগড়ায় দাড়িয়ে হাজি সেলিম আবেগতাড়িত হয়ে পড়েন। এরপর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হলে তাকে আবারও আদালতের হাজতখানায় নেওয়া হয়। এসময় হাজি সেলিমের হাতে হাতকড়া পরানো ছিল।