যুবদল নেতা শামীম হত্যার ঘটনায় ঢাকার পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নুর এই নির্দেশ দেন।
আজ বিকেলে মঈন আব্দুল্লাহকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর পল্টন থানার (এসআই) তন্ময় কুমার বিশ্বাস তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির অঙ্গ সংগঠন এবং পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে রাজাধানীর পল্টন থানা এলাকায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় চলতি বছরের গত ১৪ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ মোট ৭০৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেছেন সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ এই হত্যাকান্ডের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন ও জড়িত বাকিদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।